মঙ্গলবার, ৬ মে ২০১৪

অশোভন অঙ্গভঙ্গির জন্য দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

Home Page » ক্রিকেট » অশোভন অঙ্গভঙ্গির জন্য দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মঙ্গলবার, ৬ মে ২০১৪



th.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন অশোভন অঙ্গভঙ্গি করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে শতক করার পর অশোভন আচরণ করেন জাতীয় দলের সাবেক এই সহ-অধিনায়ক। এই আচরণের জন্য তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি শওকাতুর রহমান। একই সঙ্গে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়কে।

ম্যাচ রেফারি বলেন, “দিনের খেলা শেষে আমি তাকে শুনানিতে ডেকেছিলাম। সেখানে সে নিজের দোষ স্বীকার করেনি। তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। আমি বিসিবিকে এটা জানিয়েছি।”

এর আগে গত মাসে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে আচরণ বিধি ভঙ্গ করায় ৫০ শতাংশ ম্যাচ ফি গুণতে হয়েছিল ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহকে।

বিসিএলে শতক করার পাশাপাশি প্রতিপক্ষের দুই ইনিংসে পরপর চার বলে চার উইকেট নিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৫   ৪১৬ বার পঠিত