মঙ্গলবার, ৬ মে ২০১৪

অপ্রীতিকর ঘটনার কারনে ঢামেকের জরুরি বিভাগ বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » অপ্রীতিকর ঘটনার কারনে ঢামেকের জরুরি বিভাগ বন্ধ
মঙ্গলবার, ৬ মে ২০১৪



image_80958dhaka_medical_college_hospital.jpgবঙ্গ-নিউজ ডটকমঃহাসপাতালের লিফটে উঠা নিয়ে বিতর্কে জড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করেছে ঢাকা মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা। এর জের ধরে মেডিকেলের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করে শিক্ষার্থীরা। প্রতিবাদে হাসপাতালের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে দুপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশিক আহমেদ ও প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের মো. জসিম আহত হবার পর বেলা সোয়া একটার দিকে বেশ কিছু তরুণ লাঠিসোঁটা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হন। সেখানে তাঁরা ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ ও আনসারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এর পরই শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর সাততলায় চিকিৎসকদের জন্য নির্ধারিত লিফটে ওঠা নিয়ে ঘটনার সূত্রপাত। ইন্টার্ন চিকিৎসকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লিফ্ট থেকে নেমে যেতে বলেন। এক পর্যায়ে এক শিক্ষার্থীর কলার চেপে ধরলে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর খালেক জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নতুন ভবনের লিফটে ওঠাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এদিকে, খবর পেয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩০   ৪০৮ বার পঠিত