মঙ্গলবার, ৬ মে ২০১৪
মোদির গ্রেপ্তারি চেয়ে কমিশনে মমতার চিঠি
Home Page » আজকের সকল পত্রিকা » মোদির গ্রেপ্তারি চেয়ে কমিশনে মমতার চিঠিডেস্করিপোর্ট ঃরাজ্যে প্রচারে এসে নির্বাচনী বিধি ভেঙে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন নরেন্দ্র মোদি। বাঙালি-অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করার পাশাপাশি ‘বাংলাদেশি খেদাও’ হুমকি দিচ্ছেন মোদি। তাই অবিলম্বে মোদির বিরুদ্ধে এফআইআর করে তাঁকে গ্রেপ্তার করতে হবে। সোমবার বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় দিল্লিতে কমিশনের কাছে এই চিঠি পাঠিয়েছেন। একইসঙ্গে মোদির এই উস্কানির প্রচার বন্ধের দাবি করা হয়েছে। রাজ্যে মোদি ৭ মে প্রচার করতে চাইছেন। সেই প্রচার কার্যত বন্ধের দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের মতে মোদি এলে রাজ্যে অশান্তি ছড়াবে। এমনকী আসামের মতো বড় ধরনের অশান্তি ও গোলমাল ছড়িয়ে পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আসামে যে বোড়ো জঙ্গিদের আক্রমণে ৪০ জনের মৃত্যু হয়েছে, তার পিছনেও রয়েছে মোদির উস্কানিমূলক বক্তৃতা। আজ উত্তর ২৪ পরগনার বনগাঁ, হাবড়া ও বেড়াচাঁপায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর, বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদোস্তিদার ও বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলির সমর্থনে প্রচারসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় যে তিনি মোদির উস্কানিমূলক মন্তব্যকে কড়া সমালোচনা করবেন, তা বলাই বাহুল্য।এদিকে, বাংলার ঐতিহ্য, সম্প্রীতি বিষিয়ে তুলেছেন মোদি। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন, বাংলায় যে মাটিতে দাঁড়িয়ে মোদি ‘বাংলাদেশি খেদাও’-এর ডাক দিয়েছেন, সেই মাটি রবীন্দ্র-নজরুলের মাটি। অথচ সিপিএম বা কংগ্রেস প্রত্যেকেই নীরব। কেউ কোনও কথা বলছে না। বিজেপি-র কাছে যেন তারা দলের পতাকা বিক্রি করে দিয়েছে। রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছিলেন, দাঙ্গায় পীড়িতদের আশ্রয় দেওয়া সামাজিক কর্তব্য। ১৯৭১ সালে মুজিব চুক্তির পর যে শরণার্থীরা ভারতে এসেছেন তাঁরা প্রত্যেকেই এই বাংলার নাগরিক। অভিযোগ উঠেছে, বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নিজেই বাংলাদেশ তৈরির ইতিহাস জানেন না। এদিকে, আসামের হত্যাকাণ্ডে নীরব থাকায় কেন্দ্রীয় সরকার ও অসম সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি কোনো শরণার্থী রাজ্যে আশ্রয় নিতে চান তবে তাঁকে আশ্রয় দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:৩৪:৩০ ৩৬৭ বার পঠিত