সোমবার, ৫ মে ২০১৪

পরীক্ষা পেছানোর দাবিতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

Home Page » আজকের সকল পত্রিকা » পরীক্ষা পেছানোর দাবিতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন
সোমবার, ৫ মে ২০১৪



image_80546bueat.jpgবঙ্গ-নিউজ ডটকমঃপরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তাঁরা। ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল নয়টা থেকে ১১তম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভোর ছয়টার দিকে পলাশী, ঢাকা মেডিকেল কলেজ মোড়সহ বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে দেন। সকাল নয়টার দিকে ক্যাম্পাসে পুলিশ আসে।আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথের প্রতিবন্ধকগুলো সরিয়ে নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন প্রবেশপথে এসে জড়ো হন। একপর্যায়ে সেখানে থাকা ফটকটি বন্ধ করে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি অনুযায়ী অন্তত দুই সপ্তাহ পরীক্ষা পেছাতে হবে। পরীক্ষায় অনুপস্থিত দেখানো হলে আরও বড় আন্দোলন শুরু করবেন তাঁরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চূড়ান্ত পরীক্ষা অন্তত দুই সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু কর্তৃপক্ষ এতে রাজি হয়নি। গত শনিবার দশম ব্যাচের পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। ওই পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন করছেন। আজকের নির্ধারিত পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেননি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫৭   ৫১৩ বার পঠিত