রবিবার, ৪ মে ২০১৪
গুম, খুনের প্রতিবাদে প্রেস ক্লাবে বিএনপির গণ-অনশন শুরু
Home Page » জাতীয় » গুম, খুনের প্রতিবাদে প্রেস ক্লাবে বিএনপির গণ-অনশন শুরুডেস্করিপোর্ঃটসারা দেশে গুম-খুন এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে গণ-অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। এতে অংশ নেবেন দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া।সারা দেশেও একই কর্মসূচি পালিত হচ্ছে।
বিএনপির অভিযোগ, গত এক বছরে সারা দেশে তাদের ৩১০ নেতাকর্মী গুম অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জে গত সপ্তাহে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর গুম-খুনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণ-অনশনে নেতাকর্মীদের অংশ নেয়ার বলেন, খুন, অপহরণ, মুক্তিপণ আদায়কারী, ক্রসফায়ারের মূল হোতারা হচ্ছে বর্তমান এই অবৈধ সরকারের বিভিন্ন বাহিনী। তাদের অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসী এসব ঘটনা ঘটাচ্ছে।
বিরোধী দল দমনে সারা দেশে সরকারের মদদে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১:৫৫:৪৯ ২৯৭ বার পঠিত