বুধবার, ৩০ এপ্রিল ২০১৪

প্রতি ১৩ ছাত্রীর অন্তত একজন যৌন নিপীড়নের শিকার হচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের

Home Page » মুক্তমত » প্রতি ১৩ ছাত্রীর অন্তত একজন যৌন নিপীড়নের শিকার হচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের
বুধবার, ৩০ এপ্রিল ২০১৪



image_199_12361.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রী ধর্ষিতা হলেও পুলিশকে জানানো হচ্ছে না। ফলে প্রতিকার পাওয়া তো দূরের কথা কেউ জানতেও পারছে না। বহুল প্রচারিত ডেইলি মেইল পত্রিকায় সোমবার একটি জরিপের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়টির প্রতি ১৩ ছাত্রীর অন্তত একজন যৌন নিপীড়নের শিকার হন। এতে বলা হয়, মর্যাদাসম্পন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মেয়েরা নিয়মিত যৌন হয়রানি, ধর্ষণ এবং নানাভাবে অপদস্থ হয়ে থাকে।
জরিপে অংশ নেয়া দুই হাজারের বেশি শিক্ষার্থী জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক কলেজগুলোর অভ্যন্তরেই আক্রান্ত হন। উত্তরদাতারা জানিয়েছেন, প্রতিকার পাওয়ার আশা নেই দেখেই তারা পুলিশকে ঘটনা জানান না। পরিচয় প্রকাশ না করে এক ছাত্রী বলেন, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এমন বিশ্বাস না থাকায় তিনি তাদের ঘটনা জানাননি।

বিশ্ববিদ্যালয়টির ১২,২০০ আন্ডারগ্রাজুয়েটের মধ্যে ছাত্রী ৪৩ শতাংশ। ২০১০ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের ৭ শতাংশ ছাত্রী হয়রানির শিকার হন।

বাংলাদেশ সময়: ১২:২৮:০৫   ৪৮২ বার পঠিত