বুধবার, ৩০ এপ্রিল ২০১৪
কমলাপুরে ট্রেনের ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহত
Home Page » সারাদেশ » কমলাপুরে ট্রেনের ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহতবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৭ জন এবং ঢাকা মেডিকেল কলেজে আরো একজন মারা যান। আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন। এদের কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন নাজমুল সাবা নাজু (২৩)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নিহত নাজুর বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলায়। তিনি পাবর্তীপুর সরকারি কলেজের ছাত্রী। তার স্বামী একেএম ওবায়দুর রহমান দৈনিক জনকণ্ঠে সাব-এডিটর হিসেবে কর্মরত। এ সময় ওবায়দুর রহমানও গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টো পথ থেকে রেল ক্রসিংয়ের ওপর দিয়ে ইউ-টার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ট্রেনটি কমলাপুর স্টেশনে প্রবেশের সময় একটি বাস উল্টো পাশ দিয়ে আসছিল। এতে বাস ও ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়।’
মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর থানার ওসি আবদুল মজিদ বলেন, ‘রেলের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে গেছে। বাসটি সায়দাবাদ থেকে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রেন আসার সময় বাসটি উল্টো দিক দিয়ে রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ সময়: ১২:২৫:০৮ ৪৬২ বার পঠিত