সোমবার, ২৮ এপ্রিল ২০১৪

মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Home Page » আজকের সকল পত্রিকা » মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোমবার, ২৮ এপ্রিল ২০১৪



image_78034mufti-ajahar.jpgবঙ্গ-নিউজ ডটকমঃনির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে দায়ের করা দুদকের মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান চার্জশিট আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত গত গত ২১ এপ্রিল দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক এইচএম আকতারুজ্জামান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের খুলশী থানায় দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপসহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে দুদক আইনের ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।

গত বছরের ৪, ১১ ও ২৮ জুলাই সম্পদ বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি। দুদক সূত্র জানায়, একটি তদন্তে মুফতি ইজাহারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার ধারণা পাওয়ায় তাকে সম্পদ বিবরণী জমা দেয়ার জন্য তিন দফা নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি এবং যথাসময়ে সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে.

বাংলাদেশ সময়: ১৪:১৩:১২   ৩৯৬ বার পঠিত