সোমবার, ২৮ এপ্রিল ২০১৪
নেত্রকোনায় ঝড়ে ঘরচাপায় নিহত ৮, আহত শতাধিক
Home Page » আজকের সকল পত্রিকা » নেত্রকোনায় ঝড়ে ঘরচাপায় নিহত ৮, আহত শতাধিকডেস্করিপোর্টঃনেত্রকোনার কলমাকান্দা, মোহনগঞ্জ, বারহাট্টা ও সদর উপজেলায় রোববার রাতে কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় একই পরিবারের ৪ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এছাড়া বিধ্বস্ত হয়েছে ১১ গ্রামের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি।নিহতরা হলেন কলমাকান্দার বিশমপুর গ্রামের একই পরিবারে আকলিমা (২৯), সাগর (১০), রানা (৭), জনি (৪); নয়ানগর গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম মিয়া (১১); নেত্রকোনা সদরের বন্নি গ্রামের ফজর আলী মুন্সী (৯০); মোহনগঞ্জের সোম আক্তার (৬); বারহাট্টায় এমদাদ (১৪)।
স্থানীয়রা জানান, রোববার রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড়ে কলমাকান্দার বিশমপুর গ্রামের একটি আধাপাকা ঘর ভেঙে এর নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন মারা যান। এছাড়া নয়ানগর গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে নেত্রকোনা সদর, মোহনগঞ্জ ও বারহাট্টায় আরো ৩ জনের মৃত্যু হয়। ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৩:১৮ ৪০১ বার পঠিত