রবিবার, ২৭ এপ্রিল ২০১৪
সাভারে ১৪ দলের জনসভায় গণজাগরণের আহ্বান
Home Page » প্রথমপাতা » সাভারে ১৪ দলের জনসভায় গণজাগরণের আহ্বানবঙ্গ-নিউজ ডটকমঃ সাভারে ১৪ দলের জনসভায় যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণজাগরণের আহ্বান জানানো হয়েছে।
রোববার বিকেল ৩টায় সাভার বাসস্ট্যান্ডের আমিন কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ জনসভা শুরু হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেদ, ন্যাপের আব্দুর রশিদ সরকার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের সাইদুর রহমান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসকে শিকদার, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে ভবিষ্যতে এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের কথা জানান।
এদিকে, জনসভা উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভায় যোগ দেয়। এসময় পুরো জনসভা সংলগ্ন এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পরেন যাত্রীরা।
বাংলাদেশ সময়: ২১:২৭:২৭ ৩৬৯ বার পঠিত