রবিবার, ২৭ এপ্রিল ২০১৪
না.গঞ্জে বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ-গাড়ি ভাঙচুর
Home Page » জাতীয় » না.গঞ্জে বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ-গাড়ি ভাঙচুরকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় রাস্তা পারপারের সময় দ্রুতগামী বাস চাপায় সবুজ (১৩) নামে এক হোসিয়ারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হোসিয়ারী শ্রমিক ও জনতা উকিল পাড়া এলাকা ও এর পার্শ্ববর্তী সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও চলছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উকিলপাড়া এলাকায় সবুজকে চাপা দেয় আনন্দ পরিবহনের একটি দ্রুতগামী বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল সোয়া ১০টার দিকে বিক্ষুব্ধ হোসিয়ারী শ্রমিক ও জনতা উকিলপাড়া এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এ সময় উত্তেজিত জনতা আনন্দ পরিবহনের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
অবরোধের কারণে বঙ্গবন্ধু রোড ও উকিল পাড়া এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
নারাযণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১:১১:৩৪ ৪২২ বার পঠিত