বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪
ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হলো বাংলাদেশ
Home Page » আজকের সকল পত্রিকা » ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হলো বাংলাদেশবঙ্গ-নিউজ ডটকমঃজাতিসংঘের ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে আগামী তিন বছর (২০১৫-২০১৭) এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর এই বিপুল সমর্থন বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
ড. আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা খুবই সাফল্যের। এমনকি তা সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে।
আর এই স্বীকৃতি স্বরূপ সব সদস্য রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে বলেও মনে করেন তিনি
বাংলাদেশ সময়: ১৭:০১:৩৫ ৩৮১ বার পঠিত