বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪

হজে অব্যবস্থাপনার অভিযোগে ২০৮ এজেন্সির শাস্তি

Home Page » আজকের সকল পত্রিকা » হজে অব্যবস্থাপনার অভিযোগে ২০৮ এজেন্সির শাস্তি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪



image_76405govt.jpgবঙ্গ-নিউজ ডটকমঃহজে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০৮ এজেন্সি শাস্তি পেয়েছে। শাস্তির মধ্যে রয়েছে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও বিভিন্ন অঙ্কের জরিমানা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান এ শাস্তি ঘোষণা করেন। এর মধ্যে আট এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ৪৩টি এজেন্সির লাইসেন্স। সেই সাথে জামানত বাজেয়াপ্ত ও বিভিন্ন অঙ্কের জরিমানার শাস্তি দেওয়া হয়েছে অন্য এজেন্সিগুলোকে।
শাস্তি পাওয়া হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে হজের নামে মানব পাচার, যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা না করা, একই রুমে গাদাগাদি করে রাখা, পর্যাপ্ত গাইড না রাখা, নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া যায় যায়। সচিব বলেন, হজের নামে মানব পাচার, প্রতিশ্রুতি অনুযায়ী হজে না পাঠানো, নানা অনিয়ম ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগে এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া যাবে তাদেরও ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৪:২১:৫৫   ৩৯৬ বার পঠিত