বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪
বৈশাখী দুপুরের গরমে এক গ্লাস প্রাণ জুড়ানো “কাঁচা আমের শরবত” হলে কেমন হয়…?
Home Page » স্বাস্থ্য ও সেবা » বৈশাখী দুপুরের গরমে এক গ্লাস প্রাণ জুড়ানো “কাঁচা আমের শরবত” হলে কেমন হয়…?বঙ্গ-নিউজ ডটকম : কাঁচা আমের শরবত
উপকরণ: কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, সিরাপ বা চিনি প্রয়োজনমতো, বিট লবণ ১ চা-চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো।
প্রণালি: আমের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ছেনে নিয়ে আঁটি ফেলে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন
করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩:০২:৩৬ ৪৬০ বার পঠিত