বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪
ভাসমান শুমারি শুরু হবে বৃহস্পতি রাত ১২টা থেকে
Home Page » জাতীয় » ভাসমান শুমারি শুরু হবে বৃহস্পতি রাত ১২টা থেকেবঙ্গ-নিউজ ডটকমঃ শহর, নগর ও মহানগর এলাকায় ভাসমান শুমারি শুরু হবে বৃহস্পতি রাত ১২টা থেকে। চলবে শুক্রবার ভোট ৬টা পর্যন্ত। এদিকে বস্তি শুমারি শুরু হবে শুক্রবার সকাল ৬টা থেকে ২ মে পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরো অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ শুমারির জন্য ব্যয় হবে ৯ কোটি ৩২ লাখ টাকা। শহর, নগর ও মহানগর অঞ্চলে এ শুমারি চলবে।
ভাসমান শুমারিটি চলছে বাসস্ট্যান্ট, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন পার্কে।
এ শুমারির কাজে সুপারভাইজার থেকে তথ্য সংগ্রহ করবেন ১৪২ জন। শুমারি পরিচালনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৪৯:৩১ ৪৩৪ বার পঠিত