মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪
বাড়ছে তিস্তার পানি
Home Page » জাতীয় » বাড়ছে তিস্তার পানিকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ তিস্তা ব্যারেজ প্রকল্পে পানির ন্যায্য হিস্যা দাবিতে বিএনপির লংমার্চ তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছার আগেই হঠাৎ করেই তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার সকাল থেকে তিস্তায় পানি প্রবাহ বাড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) তা অব্যাহত রয়েছে।তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় প্রকল্প সংলগ্ন চরগুলো প্লাবিত হতে শুরু করেছে। এতে চরাঞ্চলের কৃষকদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে।
দোয়ানী-ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান পানি বৃদ্ধির বিষয়টি বঙ্গ-নিউজ ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার সকালে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের দোয়ানী পয়েন্টে পানির প্রবাহ ছিল মাত্র ২৮০ কিউসেক। মঙ্গলবার সকাল থেকে পানি প্রবাহ বাড়তে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টায় পানির প্রবাহ ছিল ৩ হাজার ৫০ কিউসেক।
তিনি আরো জানান, গত কয়েকদিন ধরেই দোয়ানী পয়েন্টে পানির প্রবাহ ছিল আড়াইশ থেকে ৩০০ কিউসেকের মধ্যে ও এর কাছাকাছি। কিন্তু এ সময়ে পানির স্বাভাবিক প্রবাহ থাকার কথা ছিল নূন্যতম ৩ হাজার কিউসেক।
পানির প্রবাহ আরো বাড়তে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের একটি দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, ঢাকা থেকে যাত্রা শুরু করা বিএনপির লংমার্চ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে বুধবার সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু লংমার্চ পৌঁছার আগেই তিস্তায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বঙ্গ-নিউজ ডটকমকে জানান, অধিকার কিভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। এটা বুঝতে পেয়েই ভারত আগে-ভাগেই পানি দিতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৬ ৩৪৭ বার পঠিত