মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪

নতুন অ্যাপস নিয়ে ফেসবুক

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » নতুন অ্যাপস নিয়ে ফেসবুক
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪



1608785_269162603260351_699222390_n.jpgখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ আশপাশে অবস্থানরত বন্ধুদের খুঁজে পেতে ‘নেয়ারবাই ফ্রেন্ডস’ নামে নতুন একটি অ্যাপস চালু করতে যাচ্ছে ফেসবুক। আইফোন ও অ্যান্ড্রয়েড চালিত মোবাইলের জন্য নির্মিত এ অ্যাপস ব্যবহার করে ফেসবুকের তালিকার বন্ধুদের সহজেই খুঁজে পাওয়া যাবে।অ্যাপসটি চালু করলেই নোটিফিকেশনের মাধ্যমে আশপাশের বন্ধুদের অবস্থানগত তথ্য প্রদর্শিত হবে। তবে অ্যাপসের সেটিংস ব্যবহার করে তালিকার সবাইকে অথবা নির্দিষ্ট কিছু বন্ধুদের নিজের অবস্থান জানাতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় কিংবা ভিড়ের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিকে এর মাধ্যমে খুঁজে বের করা সহজ হবে। এর আগে অবস্থান জানাতে ফেসবুকে ‘চেক ইন’ অ্যাপ্লিকেশন দেওয়া হলেও ‘নেয়ারবাই ফ্রেন্ডস’ বাড়তি কিছু সুবিধা দেবে ব্যবহারকারীদের।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৫০   ৩৬৯ বার পঠিত