মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪
কোচিং সেন্টার থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » কোচিং সেন্টার থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধারখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর একটি কোচিং সেন্টারের নীচ তলা থেকে সোমবার রাতে বেসরকারী মেডিকেল কলেজ ছাত্রী আইরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, প্রাথমিকভাবে কোচিং সেন্টারের পরিচালকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।
ভিকারুন্নিসা স্কুল এ্যান্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পাস করে আইরিন। উচ্চ মাধ্যমিক পাসের পর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চেষ্টা করেও ভর্তি হতে পারেনি আইরিন। আর বেসরকারি মেডিকেলে ভর্তিতে সন্তুষ্ট না থাকায় আইরিনের সাথে প্রায়ই বাবা মায়ের রাগারাগি হতো। গত শুক্রবার কলেজের উদ্দেশে বাসা থেকে বের হলেও আর ফেরেনি আইরিন। মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ওইদিনই রমনা থানায় জিডি করা হয়।
আইরিনের আত্মীয়-স্বজনদের একজন বলেন, ‘বাপ-মাও এতে সন্তুষ্ট ছিলো না যে, এতো ভালো মেট্রিকে জিপিএ ৫ পেয়ে, এতো ভালো রেজাল্ট করে কেন ভালো জায়গায় চান্স পেলো না। তারপর দুইদিন আগে বাসা থেকে বের হয়ে গেছে।’
আইরিনের মামা মাসুদ ইসলাম বলেন, ‘বাপ-মা যেমন সন্তানকে বকা-ঝকা করে। এরকমই, আর কিছু না। এরপর থেকেই দুইদিন নিখোঁজ ছিলো, আমরা পুলিশে জিডি করেছিলাম।’
এর মাঝে আইরিন কক্সবাজার গেছে এমন খবর পাওয়া গেলেও সোমবার রাতে সিদ্ধেশ্বরীর একটি কোচিং সেন্টারের নীচ তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জানতে চাইলে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা এটা বোঝা যাচ্ছে না। এটা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আমরা বলতে পারবো।’
ঘটনা তদন্তে প্রাথমিকভাবে কোচিং সেন্টারের পরিচালকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৬ ৩৬৯ বার পঠিত