সোমবার, ২১ এপ্রিল ২০১৪

সান্ধ্যো প্রার্থনার মাধ্যমে শেষ হলো ইষ্টার সানডে উৎসব

Home Page » আজকের সকল পত্রিকা » সান্ধ্যো প্রার্থনার মাধ্যমে শেষ হলো ইষ্টার সানডে উৎসব
সোমবার, ২১ এপ্রিল ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgতমালসাহা।স্টাফরিপোর্টারসুসঙ্গদুর্গাপুরনেত্রকোনাঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দায় খ্রীষ্ট ধর্মালম্বীদের অন্যতম উৎসব ইষ্টার সানডে রবিবার সন্ধায় বিশেষ প্রার্থনার মাঝে শেষ হয়েছে।
জানাযায়, খ্রীষ্ট ধর্মালম্বী ভক্তবৃন্দ উৎসবের আগে ৪০দিন রোজা রেখে প্রতি বছরই যীশুখ্রীষ্টের তীরোধান দিবসে নিজেদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ করে নেয়। সেই লক্ষে রানীখং, বিরিশিরি, উৎরাইল, ভবানীপুর, বালুচড়া, ধর্মপল্লী ও বরদল জপমালা রানী গীর্জায় দেশ ও সকল ভক্তবৃন্দের কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। এ বিষয়ে এড্রিলা রোজারিও এ প্রতিনিধিকে জানান, আমরা ৪০দিন রোজা রাখি এবং ৪দিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রতি বছরই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভুভোজ ও বিশেষ প্রার্থনার মাঝেই ইষ্টার সানডে‘র সুচনা ঘটে। পালপুরোহীত, পাষ্টার মাইকেল প্রদীপ বাউল বলেন, প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যুর ৩দিন পর পুনরায় জীবিত হয়ে পৃথিবীতে আসেন, এবং পৃথিবীর সকল পাপীদের উদ্ধার সহ প্রদত্ত ৭টি বানী নিয়ে আমাদের ভক্ত বৃন্দের মাঝে আমরা আলোচনা করি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস দুর্গাপুর কলমাকান্দার খ্রীষ্ট ধর্মালম্বী ভক্তবৃন্দকে ইষ্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:২২:২৪   ৩৯৭ বার পঠিত