সোমবার, ২১ এপ্রিল ২০১৪
ডাক্তাররা অহেতুক ধর্মঘটে গেলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » ডাক্তাররা অহেতুক ধর্মঘটে গেলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রীডেস্করিপোর্টঃস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে সকল প্রতিষ্ঠানের ডাক্তাররা অহেতুক ধর্মঘটে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
মেডিকেল ইক্যুইপমেন্ট হস্তান্তর উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে বিকেল ৪ টা ১৫ মিনিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানের ডাক্তাররা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীতে যে রোগীর মৃত্যুর গুজবের কারণে সাংবাদিক ও ইন্টার্নি ডাক্তারদের মধ্যে ঝামেলা হয় সে রোগী এখনও জীবিত আছেন বলেও জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ২১:৫৮:০২ ৩৮০ বার পঠিত