সোমবার, ২১ এপ্রিল ২০১৪

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

Home Page » জাতীয় » সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের
সোমবার, ২১ এপ্রিল ২০১৪



bfja_bgbg_839315581.jpgবঙ্গ-নিউজ :রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন (বিপিজেএ)।

সোমবার সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসচি পালন করা হয়। 

সংগঠনের সভাপতি এ কে এম  মহসিনের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পক মীর আহমদ মীরু, সিনিয়র ফটো সাংবাদিক এবিএম রফিকুর রহমান, লুৎফুর রহমান বেনুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ফটো সাংবাদিকরা বক্তব্য দেন।

এসময় আহত সাংবাদিকের চিকিৎসা খরচসহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন  বক্তারা।

বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যমুনা টিভির রাজশাহী এক ক্যামেরা পারসনকে মারধর করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এ ঘটনায় আহত ফটো সাংবাদিক বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০০   ৪৩৫ বার পঠিত