সোমবার, ২১ এপ্রিল ২০১৪
শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
Home Page » আজকের সকল পত্রিকা » শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতাডেস্কঃরশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জের দেশ পাপুয়া নিউগিনি ও তৎসংলগ্ন দ্বীপগুলিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রা। এ ঘটনায় ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে) পাঙ্গুনা শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে ভূগর্ভের ৩২ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জ এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পিটিডব্লিউসি।কতক্ষণ এ সতর্কতা জারি থাকবে এ ব্যাপারেও কিছু জানা যায়নি এবং ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৭:৪৫:৪৩ ৪১০ বার পঠিত