শনিবার, ১৯ এপ্রিল ২০১৪
শোষিত-বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থ মামলা: স্পিকার
Home Page » আজকের সকল পত্রিকা » শোষিত-বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থ মামলা: স্পিকারডেস্করিপোর্টঃসমাজে যারা শোষিত ও বঞ্চিত তাদের অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘নাগরিকের অধিকার সুরক্ষায় জনস্বার্থ মামলার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সংবিধানে যে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ যখন বিঘ্নিত হয়, মৌলিক অধিকার যখন ক্ষুণ্ন হয় সেক্ষেত্রে তাদের অধিকার পাওয়ার জন্য কোনো সচেতন ব্যক্তি সৎ উদ্দেশ্যে মামলা দায়ের করতে পারেন। এটাই হচ্ছে জনস্বার্থ মামলা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তব্য রাখেন উপমহাদেশের জনস্বার্থ মামলার আইনজীবী মহেশ চন্দ্র মেহতা, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শাসসুদ্দিন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের ডা. আবু নাসের খান। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বাংলাদেশ সময়: ২১:৪৫:০৫ ৩২৬ বার পঠিত