বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪

আদিবাসী নারী পূর্ণিমা ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Home Page » আজকের সকল পত্রিকা » আদিবাসী নারী পূর্ণিমা ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪



manabbandhan-durgapur.JPGতমালসাহা।স্টাফরিপোর্টারসুসঙ্গদুর্গাপুরনেত্রকোনাঃনেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী নারী পূর্ণিমা মারিয়া থিগীদি গত সোমবার ঢাকা রমনার বর্ষবরন অনুষ্ঠান শেষে মোহাম্মদপুর নুরজাহান রোডের তার নিজ বাসায় রিক্সা দিয়ে ফেরার পথে তিন দুঃস্কৃতিকারী জোড়পূর্বক তুলে নিয়ে ধর্ষন করার প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস) দূর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এক ঘন্টাব্যাপী দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন বৃহস্পতিবার দুপুর।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,ছাত্রলীগ উপজেলা সভাপতি হালিম তালুকদার,বাগাছাস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিন্টু দিও,যুগ্ম সম্পাদক লিটন হাজং, এছাড়া বাগাছাসের স্থানীয় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, অবিলম্বে প্রকৃতদোষী ধর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৫১   ৩৮৪ বার পঠিত