বুধবার, ১৬ এপ্রিল ২০১৪
সিইসি বললেন, ‘আমি থাকলেও ভোট জালিয়াতি হতো’
Home Page » জাতীয় » সিইসি বললেন, ‘আমি থাকলেও ভোট জালিয়াতি হতো’কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ উপজেলা নির্বাচনে যে সহিংসতা ও ভোট জালিয়াতি হয়েছে, তা তিনি দেশে থাকলেও হতো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি এসব অনিয়ম ও সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে বর্ণনা করেছেন। বুধবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ষষ্ঠ ধাপের ১৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।
ছুটিতে থাকা অবস্থায় অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতা ও ভোট জালিয়াতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “উপজেলা নির্বাচনে যে সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে, আমি থাকলেও তা হতো।”
শেষ তিন ধাপের নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশন নেবে না উল্লেখ করে সিইসি বলেন, “এটা আইনি ব্যাপার। আইনগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।”
নিজের ছুটিতে থাকা প্রসঙ্গে সিইসি বলেন, “ছুটি আমার ব্যক্তিগত ব্যাপার। নির্বাচনের জন্য সব ব্যবস্থা আগেই নেয়া হয়েছিল।”
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৯ ৪১৭ বার পঠিত