বুধবার, ১৬ এপ্রিল ২০১৪

দুর্গাপুরে ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন
বুধবার, ১৬ এপ্রিল ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgতমালসাহা।স্টাফরিপোর্টারসুসঙ্গদুর্গাপুরনেত্রকোনাঃনেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট সংলগ্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সন্ধায়।
উদ্বোধন করেন সেন্টারের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত।তিনি বলেন,আমরা কয়েকজন মিলে এই অঞ্চলের মানুষের সেবা করার লক্ষে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। জনগনের সঠিক সেবা দেয়াই আমাদের উদ্দেশ্য। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩০   ৮৯৫ বার পঠিত