বুধবার, ১৬ এপ্রিল ২০১৪
চট্টগ্রামে গণপিটুনিতে এক তরুণ নিহত
Home Page » জাতীয় » চট্টগ্রামে গণপিটুনিতে এক তরুণ নিহতকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ নগরীর কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় ছিনতাইকারি সন্দেহে গণপিটুনিতে এক তরুণ(২০) নিহত হয়েছে। বুধবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘তিনপুলের মাথা এলাকায় পথচারির মোবাইল ছিনতাই করে পালানোর সময় লোকজন ধরে এক তরুণকে গণপিটুনি দেয়। খবর পাওয়ার পর আহতবস্থায় উদ্ধার করে ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকাসক্ত মনে হয়েছে।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন,‘গণপিটুনিতে গুরুতর আহত তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৩ ৩৯৩ বার পঠিত