বুধবার, ১৬ এপ্রিল ২০১৪

মদুনাঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

Home Page » জাতীয় » মদুনাঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
বুধবার, ১৬ এপ্রিল ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ chittagong_map_567440250.jpgহাটহাজারী থানার মদুনাঘাট নজুমিয়াহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাজেদা বেগম(৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি উত্তর মাদার্শা বাড়িঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী বাস সিএনজি চালিত অটো রিকসাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাজেদা বেগম হাটহাজারী থানার মাদার্শা ইউনিয়নের মাদারীপুল এলাকার বাসিন্দা মো.খোরশেদের স্ত্রী। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় মদুনাঘাট পুলিশ ফাঁড়ি বাসটিকে আটক করে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বাংলানিউজকে জানান, নগরীর মদুনাঘাট নজুমিয়াহাট এলাকায় চুয়েটের শিক্ষার্থীদের বহনকারী দ্রুতগামী বাসটি যাত্রীবাহী অটো রিকসাকে ধাক্কা দিলে সড়কের পাশে খাদে পড়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো.জাকির জানান, দুর্ঘটনার পর চুয়েটের বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মদুনাঘাট থেকে বাসটি আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে যাওয়া চুয়েটের শিক্ষার্থীবহনকারী বাসটি নজুমিয়াহাট এলাকায় যাত্রীবাহী অটো রিকসাকে ওভারটে করতে গিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটো রিকসাটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেওয়া হলে সেখানে সাজেদা বেগমকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪০   ৪১৪ বার পঠিত