মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস হচ্ছে

Home Page » আজকের সকল পত্রিকা » সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস হচ্ছে
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪



image_33885_0.jpgডেস্কঃবাজেট অধিবেশনেই পাস হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল। বিলটি এখন পরীক্ষা-নিরীক্ষার জন্য তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।মে মাসের শেষ সপ্তাহে বসবে দশম সংসদের দ্বিতীয় অধিবেশন। ৫ জুন সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ হতে পারে। তার আগেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিপদগ্রস্ত, বেকার, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে বিলটি দশম সংসদের প্রথম অধিবেশনে বেশ গুরুত্ব পেয়েছে। তবে বিলটি অধিবেশনের শেষের দিকে উত্থাপিত হওয়ায় পাস হয়নি।

বিলটির বিভিন্ন দিক যাচাই-বাছাই করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। এই কমিটি চার সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দেবে।

গত ১০ এপ্রিল অধিবেশন শেষ হওয়ার কয়েক দিন আগে উত্থাপিত হওয়ায় প্রথম অধিবেশনে আর পাস হলো না। তবে বাজেট অধিবেশনের প্রথম দিকে গুরুত্ব অনুযায়ী বিলটি পাস হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিকদের থোক হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে তা নির্দিষ্ট বা স্থায়ী কিছু নয়। আবেদন করলে তবেই ওই সাহায্য মেলে। ওই তহবিলের আর্থিক সংস্থান না থাকলে খুব একটা সহায়তার আকার বাড়ে না।

কল্যাণ ট্রাস্ট হলে সাংবাদিকদের একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সব ধরনের সহায়তা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি এবং সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দশম সংসদের প্রথম অধিবেশনে মাত্র দুটি বিল পাস হয়েছে। এর একটি হলো আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি বিষয়ক আর অন্যটি হলো ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইন, ২০১৪।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৯   ৩৬২ বার পঠিত