শনিবার, ২৭ এপ্রিল ২০১৩
৩৩তম বিসিএস: স্বাস্থ্য ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১২ মে
Home Page » ফিচার » ৩৩তম বিসিএস: স্বাস্থ্য ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১২ মেবঙ্গ-নিউজ ডটকম :৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ মে। চলবে ৩০ মে পর্যন্ত। মৌখিক পরীক্ষার প্রার্থী দুই হাজার ৯২৬ জন। শুক্রবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১২ মে ০০০০৬২-০০৪৯৩১, ১৩ মে ০০৪৯৫৬-০০৮৭৬৪, ১৪ মে ০০৮৭৬৮-০১২০৩৯, ১৫ মে ০১২০৫৫-০১৫৬২১, ১৬ মে ০১৫৬২৭-০২২০০৫৬, ১৯ মে ০২০০৮০-০২৩৮২২, ২০ মে ০২৩৮২৯-০২৬২০৫, ২১ মে ০২৬২০৬-০৩০২১৫, ২২ মে ০৩০২২৩-০৩৪২৫২, ২৬ মে ০৩৪২৬৬-০৩৭১৯৩, ২৭ মে ০৩৭২১৯-০৩৯৯৮৮, ২৮ মে ০৪০০০১-০৪৪৩৫৯, ২৯ মে ০৪৪৩৭৫-০৪৮১৪৭, ৩০ মে ০৪৮১৪৮-০৫৩০৪৫ রেজিস্ট্রেশন নম্বরধারীদের পরীক্ষা নেওয়া হবে। তেজগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের নামে এরই মধ্যে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হয়েছে তবে কোনো প্রার্থী না পেয়ে থাকলে পরীক্ষার তিন দিন আগে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ কমিশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট সাক্ষাৎকারপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্মসহ বিপিএসসি ফর্ম-২, ক্যাডার অপশন সম্বলিত অ্যাপ্লিকেন্ট প্রিভিউয়ের দুই কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ১৭ এপ্রিল ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয় ১৮ হাজার ৬৯৩ জন। চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ২০১২ সালের ২৯ ফেব্রয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। এতে উত্তীর্ণ হয় ২৮ হাজার ৯১৭ জন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী অংশ নেন। এতে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়।
বাংলাদেশ সময়: ২:১২:০৭ ৪৫৬ বার পঠিত