মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪

খোঁজ মেলেনি ৪ ছাত্রের

Home Page » আজকের সকল পত্রিকা » খোঁজ মেলেনি ৪ ছাত্রের
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪



s1.jpgবঙ্গ-নিউজঃ সেন্টমার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ৪ ছাত্রের আজ বেলা ১টা পর্যন্ত খোঁজ মেলেনি।
এদিকে মঙ্গলবার সকালে সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, নিখোঁজ হওয়া চারজন ছাত্রকে উদ্ধারের জন্য নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড, সাগরে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছে। এছাড়া দুটি টানা জাল, ১০টি ¯িপডবোট ও ছয়টি ট্রলারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। তবে ওই ছাত্রদের এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে সেন্ট মার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়। তাঁরা হলেন মফিজুল ইসলাম ওরফে ইভান (২৩) ও সাদ্দাম হোসেন ওরফে অঙ্কুর (২৩)। এ ঘটনায় উদয় মাহমুদ, শাহরিয়ার কবির নোমান, সাব্বির হাসান ও গোলাম রহিম বাপ্পি নামের চারজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রসাশন। তারা সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এলসিটি কুতুবদিয়া জাহাজের করে ঢাকার আহসানউল¬াহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগে শেষ বর্ষে ৩৪ জন শিক্ষার্থী সেন্ট মার্টিন ভ্রমনে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা দ্বীপের বাজার এলাকায় সেন্ট সোর রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা দুইটার দিকে কয়েকজন ছাত্র দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যেতে গেলে তরা হইচই শুরু করে। পরে স্থানীয় লোকজন এবং কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করে। তাদের ¯িপডবোটে করে টেকনাফ উপজেলা হাসপাতালে আনা হলে সাড়ে ৩টায় দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৪   ৪৪৬ বার পঠিত