মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪
বারডেমে চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের চরমদুর্ভোগ
Home Page » আজকের সকল পত্রিকা » বারডেমে চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের চরমদুর্ভোগডেস্করিপোর্টঃরাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। কয়েকজন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চিকিৎসকদের কর্মবিরতির কারণে বহির্বিভাগে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।জানা যায়, রবিবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত একজন নারীসহ ৩ চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করে একদল লোক। এতে চিকিৎসকরা গুরুতর আহত হন। হাসপাতাল সূত্র জানা গেছে, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ১৩ই এপ্রিল রাতে কর্তব্যরত তিনজন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করে একদল লোক। এতে ওই চিকিৎসকেরা গুরুতর আহত হন। এঁদের মধ্যে একজন নারী চিকিৎসকও আছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫:২২:০৭ ৪১১ বার পঠিত