মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪

ভারতীয় নেত্রীদের ভাণ্ডারে রুপার স্তূপ

Home Page » আজকের সকল পত্রিকা » ভারতীয় নেত্রীদের ভাণ্ডারে রুপার স্তূপ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪



image_33760_0.jpgডেস্করিপোর্টঃসোনা নয়, রুপায় ভরে গিয়েছে রাজনৈতিক নেত্রীদের ‘গয়নার বাক্স’। কংগ্রেসের সোনিয়া গান্ধী থেকে বিজেপির সুষমা স্বরাজ সবারই কোষাগারে এই ধাতুটি গত পাঁচ বছরে যথেষ্ট ঔজ্জ্বল্য বাড়িয়েছে। ফলে গত পাঁচ বছরে ফুলেফেঁপে উঠেছে তাঁদের সম্পদ। নেতারাও এ ব্যাপারে পিছিয়ে নেই। এমনই একজন সন্দীপ দীক্ষিত। তাঁর আয়ত্তে এক লাখ ৩৬ হাজার টাকার রুপা রয়েছে।মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় সোনা-রুপার গয়নার যে বর্তমান বাজারদরের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে পাঁচ বছর আগের মূল্যের থেকে তা অনেক বেশি। রায়বরেলির কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধীর হলফনামায় বিষয়-আশয়ের তালিকায় রয়েছে প্রায় ৮৮ কিলোগ্রাম রুপা। ২০০৯ সালে রুপোর মূল্যের যে হিসাব তিনি হলফনামায় দিয়েছিলেন তা হল ১৮ লাখ ৩৭ হাজার টাকা। পাঁচ বছর পর তা বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ১৬ হাজার টাকা। অর্থাত্‍ প্রায় ২১ লক্ষ টাকা। বিদিশা কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির সুষমা স্বরাজ। ২০০৯ সালে কোষাগারে ছিল প্রায় ৪০০ গ্রাম রুপা। পাঁচ বছরে বেড়েছে ৫.৫ কিলোগ্রাম। এই রুপার বর্তমান বাজারদর প্রায় দুই লাখ ৩৬ হাজার টাকা। হলফনামায় নিজের বিষয়-আশয়ের তালিকায় যুক্ত হয়েছে রুপোর মূল্য। ফলে বেড়েছে স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য। রুপা সুষমাকে টেক্কা দিয়েছেন সোনিয়া। সুষমার কোষাগারের পর এবার অভিনেত্রী তথা বিজনোরের আরএলডি প্রার্থী জয়াপ্রদার ভাণ্ডার। পাঁচ বছর আগে সেই ভাণ্ডারে ৩০ হাজার টাকার রুপা থাকলে এবারের হলফনামায় সেই রুপোর পরিমাণ ও মূল্য দুই-ই বেড়েছে। ১.৫ কিলোগ্রাম রুপার দাম ৬৯ হাজার টাকা।

কংগ্রেস নেত্রী চন্দ্রেশ কুমারী কাটোচ রাজস্হান থেকে লড়ছেন। হলফনামায় তাঁর রুপার গয়নার হিসাব প্রায় ১৩ লাখ পাঁচ হাজার টাকা। পাঁচ বছরে প্রায় দ্বিগুণ বৃ‌দ্ধি তাঁর ভাণ্ডার তিরিশ কিলোগ্রাম রুপার। পিছিয়ে নেই আর এক কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাসও। হলফনামায় তাঁর ২.৫ কিলোগ্রাম রুপার মূল্য প্রায় এক লাখ ১৫ হাজার টাকা। কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেত্রী প্রীনীত কউর হলফনামায় তিন লাখ টাকার রুপার হিসাব দাখিল করেছেন। এনসিপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের রয়েছে প্রায় চার লাখ তিন হাজার টাকার রুপা। দলের সঙ্গে সম্পর্কে ছেদ হলেও রুপার সঙ্গে কিন্তু সম্পর্কে কোনো রকম বিচ্যুতি ঘটেনি যশোবন্ত সিংয়ের। তাঁর স্ত্রীর ‘অ্যাসেট’ সাত কেজি রুপা। যার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৮   ৪৮৬ বার পঠিত