সোমবার, ১৪ এপ্রিল ২০১৪

পহেলা বৈশাখে কখন কি কনসার্ট হচ্ছে ?

Home Page » আজকের সকল পত্রিকা » পহেলা বৈশাখে কখন কি কনসার্ট হচ্ছে ?
সোমবার, ১৪ এপ্রিল ২০১৪



image_33648_0.jpgডেস্ক রিপোর্টঃপহেলা বৈশাখের আরেক নাম যেন উৎসব বাঙ্গালিদের কাছে। প্রতি বছর পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আয়োজন করা হয় নানা রকম বর্নিল অনুষ্ঠানের। এ দিনটিকে ঘিরে পুরো দেশ যেন সেজে ওঠে উৎসবের আমেজে। সারাদিন ব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে নানারকম অনুষ্ঠান ও কনসার্টের। জনপ্রিয় সব ব্যান্ডগুলো সারাদিনই পরিবেশন করবেন গান একাধিক জায়গায়। বেশ কিছু টিভি মিডিয়া সরাসরি সম্প্রচার করে থাকে এ সকল অনুষ্ঠান।
বরাবরের মতো ঢাকা বিশবিদ্যালয়ের টিএসসি চত্বরে বসবে বাংলাদেশের সব জনপ্রিয় ব্যান্ডদের আসর। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কনসার্ট চলবে রাত পর্যন্ত। এছাড়া ফ্যান্টাসি কিংডমে ৭ম বারের মতো আয়োজন করেছে ‘৭ম বৈশাখী কনসার্ট’। এখানে গান পরিবেশন করবে ফিডব্যাক, বাপ্পা মজুমদার, শিরোনামহীন ও ব্যান্ড নাগরিক। বিগত সাত বছর ধরেই তারা এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পহেলা বৈশাখ সোমবার বিকেল ৩টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। এদিকে বৈশাখ উপলক্ষে যমুনা ফিউচার পার্ক প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘পহেলা বৈশাখ লাইভ কনসার্ট অ্যাট যমুনা ফিউচার পার্ক ‘। ১১এপ্রিল থেকে ১৫ই এপ্রিল প্রতিদিন ৩টা থেকে ৮টা পযন্ত চলবে এ অনুষ্ঠান। এখানে গান পরিবেশন করবে ফিডব্যাক, পরশি, ইমরান, রেডলাইন, জাহিদ রিপন, ইসলাম মানিক সহ আরও অনেকেই। নববর্ষ উদযাপন পরিষদ বিশ্বনাথ আয়োজন করেছে রবি ও সোম দুইদিনব্যাপী অনুষ্ঠানের। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠনে থাকবে বাউল গান ,জারী গান , শেষ বিকেলে পুঁথি পাঠ , মোরগের লড়াই,হাড়িভাঙ্গা,বাঙালি সাজো , নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও অনেক কিছু।
এছাড়াও ঢাকার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে নেওয়া হয়েছে বৈশাখ উপলক্ষে কনসার্ট,ডিজে পার্টি ও স্পেশাল ডিনারের ব্যাবস্থা।
অন্যদিকে প্রায় প্রতিটি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে কনসার্টের। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অনুষ্ঠান শুরু করবে র‍্যালি দিয়ে। এরপর বিকেলে জনপ্রিয় ব্যান্ড এলআরবি, দলছুট, শূন্য ও বাউল সংগীতের পরিবেশনা চলবে রাত পর্যন্ত। বাংলাদেশ মেডিকেলে থাকছে ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা।
পুরো দিনটি যেন সংগীতের উম্মত্ততায় ভেসে যাবে বাংলাদেশ। এখন চলছে শেষ সময়েয় প্রস্ততি। কালই আসছে বাঙ্গালিদের এ প্রাণের উৎসব। তাই ফিডব্যকের গানের সুরেই বলতে হয় ‘বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল, সুরেরই মঞ্জুরী পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি।‘

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৪   ৫১৩ বার পঠিত