রবিবার, ১৩ এপ্রিল ২০১৪
সৌদি আরবে মার্স ভাইরাসে বিদেশীর মত্যু : ৮ জন আক্রান্ত
Home Page » আজকের সকল পত্রিকা » সৌদি আরবে মার্স ভাইরাসে বিদেশীর মত্যু : ৮ জন আক্রান্তডেস্কঃসৌদি আরবের জেদ্দা নগরীতে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক বিদেশীর মৃত্যু হয়েছে এবং পাঁচ স্বাস্থ্য কর্মীসহ আট ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মেডিকেল কর্মীরভ এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মৃত ৪৫ বছর বয়সী বিদেশী ব্যক্তি কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি মার্স ভাইরাসে আক্রান্ত দেশটিতে এ ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ৬৮-তে গিয়ে দাঁড়াল।
শনিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যক্তির মৃত্যুর কথা ঘোষণা করে বলেছে, জেদ্দায় দুই নারী ও তিন পুরুষসহ পাঁচ স্বাস্থ্যকর্মী এবং অপর তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বাস্থ্যকর্মীদের মার্স ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার জেরে জেদ্দার প্রধান সরকারি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কয়েকদিন পর এ ঘোষণা দেয়া হলো।
বাস্থ্যমন্ত্রী আবদুল¬াহ আল-রাবিয়াহ শনিবার জেদ্দার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন।
মন্ত্রণালয় জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর সৌদি আরবে প্রথম মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ডোম (মার্স) সংক্রমণ ধরা পড়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮৯-তে পৌঁছেছে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রথমে পূর্বাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) শুক্রবার জানিয়েছে, সংস্থা পরীক্ষাগারের মাধ্যমে সনাক্ত হওয়া বিশ্বব্যাপী ২১২টি মার্স সংক্রমণ সম্পর্কে অবহিত হয়েছে। এর মধ্যে ৮৮টি খুবই গুরুতর।
উলে¬খ্য, এ পর্যন্ত মার্স ভাইরাসের কোনো টিকা উদ্ভাবন হয়নি।
বাংলাদেশ সময়: ২১:২৩:০৩ ৪১১ বার পঠিত