রবিবার, ১৩ এপ্রিল ২০১৪

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২, আহত ৪০, তিনজন বরখাস্ত

Home Page » জাতীয় » দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২, আহত ৪০, তিনজন বরখাস্ত
রবিবার, ১৩ এপ্রিল ২০১৪



aaaaaa.jpgখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪০ জন। দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে, দায়িত্বে অবহেলার জন্য ট্রেনচালক, স্টেশন মাস্টারসহ তিন জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরুর প্রায় ৮ ঘণ্টা পর বেলা ১২টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে উল্লাপাড়া স্টেশনের ১ নাম্বার লাইনে যাত্রী উঠানামার জন্য দাড়িয়ে ছিল লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি। এসময় ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়া ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে দাড়িয়ে থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়া, উল্লাপাড়া, পাবনা, সিরাজগঞ্জ ও শাহজাদপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে কাজ শুরু করে, এবং ২জন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।’

অন্যদিকে ঘটনার পর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মো. আব্দুল আওয়াল ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি, এবং তারা ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে।’

দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার কারণে উল্লাপাড়া স্টেশন মাস্টার,একতা এক্সপ্রেসের ইঞ্জিন চালক ও সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩২   ৩৮২ বার পঠিত