শনিবার, ১২ এপ্রিল ২০১৪

নীলক্ষেতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে পুস্তক ব্যবসায়ীদের সংঘর্ষ, দোকানে আগুন

Home Page » জাতীয় » নীলক্ষেতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে পুস্তক ব্যবসায়ীদের সংঘর্ষ, দোকানে আগুন
শনিবার, ১২ এপ্রিল ২০১৪



2014-04-12-181612.jpgখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ বই কেনাকাটা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে রাজধানীর নীলক্ষেতে বই ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কয়েকজন শিক্ষার্থী নীলক্ষেত এলাকায় বই কিনতে আসে। এ সময় বইয়ের দরদাম নিয়ে দোকানির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপর, শিক্ষার্থীরা হলে ফিরে যায়।

বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে নীলক্ষেত এলাকায় বইয়ের মার্কেটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শিক্ষার্থীরা রাস্তার পাশের কয়েকটি বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেয় এবং বেশকিছু বই রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নীলক্ষেত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১:০৩:৩৮   ৩৫৪ বার পঠিত