বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আইজিপির আহ্বান

Home Page » জাতীয় » পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আইজিপির আহ্বান
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪



image_32872_0.jpgডেস্করিপোর্টঃপুলিশ প্রধান (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘বিগত বছরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এ সময় দুর্বৃত্তদের হামলায় অকুতোভয় ও নিষ্ঠাবান ১৭ জন পুলিশ সদস্য জীবন বিসর্জন দিয়েছেন। দেশের সেবায় তাদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে, উজ্জীবিত করবে।’তিনি নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশ ২০১৪ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সদস্যদের কাজ করতে হবে। মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশের ভূমিকা অপরিহার্য।’

পরে আইজিপি এবং তার সহধর্মিণী পুনাক সভানেত্রী মিসেস রোমাইসা সামাদ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আইজিপি এর আগে জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত দ্বিতল ব্যারাক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ভবনটিতে প্রশস্ত আবাসিক কক্ষ, রান্নাঘর, ডাইনিং হল এবং একটি সুপরিসর মিলনায়তনসহ পুলিশ সদস্যদের বসবাস উপযোগী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ মাহবুবুল হক, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার সালেহ মো. তানভীর, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:২৭   ৩১৫ বার পঠিত