বুধবার, ৯ এপ্রিল ২০১৪
নিখোঁজ বিমান কান্দাহারে, সব যাত্রীই বেঁচে আছেন: রুশ দৈনিক
Home Page » জাতীয় » নিখোঁজ বিমান কান্দাহারে, সব যাত্রীই বেঁচে আছেন: রুশ দৈনিককাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ মালেশিয়ার নিখোঁজ বিমানটির অবশেষে খোঁজ মিলল৷ সুস্থ রয়েছেন বিমানটির যাত্রীরাও৷ হ্যাঁ৷ বিষয়টি আশ্চর্যজনক হলেও এটাই দাবি করছে রাশিয়ার একটি দৈনিকের৷ নিখোঁজ এমএইচ৩৭০ আফগানিস্তানের কান্দাহারের কাছে অবতরণ করেছে বলে দাবি করছে ‘সেকোভোস্কি কমসু মুলিতস’ নামের এই রুশ দৈনিক৷ একই সঙ্গে দৈনিকটির আরও জানিয়েছে, একটি পাখা ভেঙে গেলেও সব যাত্রীই বেঁচে আছেন৷নাম প্রকাশে আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, সৌভাগ্যক্রমে সব যাত্রীই বেঁচে আছেন, তবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়৷ যাত্রীরা সাতটি দলে বিভক্ত হয়েছেন৷
রুশ পত্রিকাটির আরও দাবি, তালিবান জঙ্গিরা বিমানটি অপরহরণ করেছে। অপহরণকারী সন্ত্রাসবাদীরা সম্ভবত আমেরিকা কিংবা চীন সরকারের সঙ্গে আলোচনা করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে৷
প্রসঙ্গত, রোববার অস্ট্রেলীয় জাহাজের সিগন্যাল ডিটেক্টরে ধরা পড়েছিল শব্দ তরঙ্গ৷ একবার নয় পরপর দু’বার৷ দক্ষিণ ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে আকাশ-জলপথে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন দেশের বিমান ও জাহাজ৷প্রায় এক মাস ধরে নিখোঁজ এই বিমালটি৷ ৮ মার্চ রাতে ২২৭ জন যাত্রী ও ১২জন ক্রু সদস্যকে নিয়ে শেষবারের মতো যাত্রা করেছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০৷
তদন্তকারীদের দাবি, পরদিন ভোরের দিকে ভারত মহাসাগরে ভেঙে পড়ে সেটি৷ ফলে বিমানের ব্ল্যাক বক্সের ব্যাটারির মেয়াদ ফুরোনোর শেষ দিন মঙ্গলবারই৷বিমানটির ব্ল্যাক বক্স খুঁজতে মরিয়া ১৩টি বিমান ও ১১টি জাহাজ৷ দক্ষিণ ভারত মহাসাগরের ২,১৭০০০ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে তারা৷ আর এইরকম সময়ে রশিয়ার দৈনিকে প্রকাশিত হওয়া সংবাদে নড়েচড়ে বসেছে মালেশিয়া সরকার৷ আশার আলো দেখতে পেয়েছেন নিখোঁজ বিমানটির ২৩৯ জনের পরিবার৷তবে এই খবরটি কতটা সত্য খতিয়ে দেখা হচ্ছে৷- সংবাদ সংস্থা।
বাংলাদেশ সময়: ১১:০১:৩৬ ৩৮২ বার পঠিত