মঙ্গলবার, ৮ এপ্রিল ২০১৪
না.গঞ্জে সোয়েটার কারখানা বন্ধ, তদন্তের দাবি শ্রমিকদের
Home Page » শিল্প ও ছবি » না.গঞ্জে সোয়েটার কারখানা বন্ধ, তদন্তের দাবি শ্রমিকদেরবঙ্গ-নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত ‘পাইওনিয়ার সোয়েটার্স লিমিটেড’ নামের রফতানিমুখী সোয়েটার কারখানা বন্ধের কারণ নির্ণয়ে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানানো হয়েছে। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে শ্রমিকরা।মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের কেন্দ্রীয় সভাপতি কাউসার আহমেদ পলাশ বলেন, অবৈধভাবে শ্রমিকদের ছাঁটাই করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। এ নিয়ে আন্দোলন করায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।
রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা দিয়ে এ ঘটনার তদন্তের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রমুখ।
পরে মিছিল নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয় শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:০২ ৫০৮ বার পঠিত