সোমবার, ৭ এপ্রিল ২০১৪

কলমাকান্দায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সোমবার, ৭ এপ্রিল ২০১৪



k-5.jpgফখরুলআলমখসরুঃকলমাকান্দা(নেত্রকোণা)সংবাদদাতাঃনেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপি ও নাজিরপুর এডিপির উদ্যোগে কর্মরত আন্তজার্তিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপি’র স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস বিশাল র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর এডিপি ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক, প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমকর্তা ও ডাক্তার রেজাউল আহসান মুছলিমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, নাজিরপুর ইউ,পি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল তরুন সংঘের ক্লিনিক ম্যানেজার শওকত হোসেন, প্রজেক্ট ম্যানেজার স্বাস্থ্য নিকেন মৃ ও সাংবাদিক ফকরুল আলম খসরু, জাফর উল্লাহ প্রমুখ। অপরদিকে কলমাকান্দা এডিপির উদ্যোগে “মশা-মাছি দুরে রাখিঃ রোগ বালাই মুক্ত থাকি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশাল র‌্যালীতে নেতৃত্ব দেন এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস ও প্রজেক্ট অফিসার স্বাস্থ্য প্রদীপ রেমা। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মি. এন্ড্রু অরূপ দাস প্রধান ও বিশেষ অতিথি ছিলেন রেজাউল আহসান মুছলিমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। দিবসটির বিষয়টি তাৎপর্য ও সচেতনতা বৃদ্ধি কল্পে নাজিরপুর ও কলমাকান্দা এডিপির উদ্যোগে ভ্রা‏‏ম্যমান মটরযানে গণসংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৬   ৪৪৪ বার পঠিত