রবিবার, ৬ এপ্রিল ২০১৪
অঞ্জন’স-এ বৈশাখ প্রদর্শনী
Home Page » বিনোদন » অঞ্জন’স-এ বৈশাখ প্রদর্শনীবঙ্গ-নিউজঃ পহেলা বৈশাখ-বরণে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমাদের জন্য নতুন নতুন ডিজাইনের পশরা সাজিয়ে বঙ্গ-নিউজঃ বসেছে দেশের নাম করা সব ফ্যাশন হাউস। পোশাক কিনতে যাওয়ার আগে দেখে নিন এবারের বৈশাখে কোন হাউসে কেমন পোশাক রয়েছে:অঞ্জন’স-এ প্রদর্শনী
পোশাক ভাবনায় দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স দেশ ও দেশের ঐতিহ্যকে এক বিশেষ ভূমিকায় উপস্থাপন করেছে সবসময়। এরই ধারাবাহিকতায় বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে এবারো আয়োজন করেছে পোশাকের বিশেষ প্রদর্শনী বৈশাখী বাঙালিয়ানা ১৪২১।
অঞ্জন’স, নিজস্ব ভাবনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্প পোড়ামাটির টেপাপুতুল ও সূঁচিশিল্প নকশিকাঁথার অনুপ্রেরণায় বাংলা ১৪২১ সালের নববর্ষের পোশাকের সম্ভারটি রচিত করেছে। ফ্যাশন প্রিয় সকলের মাঝে বৈশাখের এই আয়োজনকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে পোশাকের বিশেষ প্রদর্শনী। উৎসবের রঙ লাল ও সাদাকে প্রাধান্য দিয়ে শাড়ি, ফতুয়া পাঞ্জাবি, সালোয়ার-কামিজ তৈরি করা হয়েছে।
পাশাপাশি শিশু-কিশোরদের জন্য পরবার উপযোগী বৈশাখী পোশাক। শুক্রবার, ৪ এপ্রিল এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর যমুনা ফিউচার পার্ক শোরুমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫৯ ৪৫৩ বার পঠিত