রবিবার, ৬ এপ্রিল ২০১৪
ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে ৩ বাংলাদেশি নিহত
Home Page » প্রথমপাতা » ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে ৩ বাংলাদেশি নিহতবঙ্গ-নিউজঃ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবার দিনগত রাতে তাদের গণপিটুনি দেয় গ্রামবাসী।
নিহতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায়।
এরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।
চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা ৩ জন নিহতের ঘটনা নিশ্চিত করেন।
গ্রামবাসীর দাবি, গরুচোর সন্দেহে তারা ওই তিন বাংলাদেশিকে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে বাল্লা বিওপি’র কোম্পানি কমান্ডার মোজাফফর হোসেন জানান- ঘটনার ব্যাপারে জানতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৪১:৫৫ ৩৭৩ বার পঠিত