রবিবার, ৬ এপ্রিল ২০১৪
প্রত্যেক বিচারকই স্বাধীন তবে কেউই আইনের ঊর্ধ্বে নন: প্রধান বিচারপতি
Home Page » প্রথমপাতা » প্রত্যেক বিচারকই স্বাধীন তবে কেউই আইনের ঊর্ধ্বে নন: প্রধান বিচারপতিবঙ্গ-নিউজঃ : প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, দেশের সব আদালতের প্রত্যেক বিচারকই স্বাধীন তবে কেউই আইনের ঊর্ধ্বে নন।শনিবার বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আইনজীবী তালিকা ভুক্তিকরণ সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
প্রধান বিচারপতি বলেন, নবীন আইনজীবীদের সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আইনজীবীদের অফিসার্স অব দি কোর্ট উল্লেখ করে তিনি বলেন, ‘আইন পেশা হলো একটি মহান পেশা। আদালতের ভেতর ও বাইরে সব সময় ভালো আচরণ করতে হবে। এ পেশায় অনুকরণীয় ও সৎ হতে হবে।
এ সময় সারাদেশে ২০ লাখের বেশি মামলার কাজ বিলম্বিত হচ্ছে উল্লেখ করে, বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তার কথা জানান অ্যাডভোকেট খন্দকার মাহবুব। তবে বিচার বিভাগকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান উল্লেখ করে এটর্নি জেনারেল বলেন, এর জন্য পৃথক মন্ত্রণালয়ের প্রয়োজন নেই।
বাংলাদেশ সময়: ১:০৭:০৪ ৩৮৬ বার পঠিত