শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৩
মুক্তার সন্ধানে ফায়ারকর্মীরা
Home Page » ফিচার » মুক্তার সন্ধানে ফায়ারকর্মীরাবঙ্গ-নিউজ ডটকম :আটকে কোনরকমে বেঁচে থাকা মুক্তার সন্ধানে সুড়ঙ্গ করছেন ফায়ারকর্মীরা। শুক্রবার দুপুরে এই মুক্তার সন্ধান পান ফায়ারকর্মীরা। ফায়ারকর্মী আব্দুল মন্নান দ্রুত সময়ের মধ্যে সেই মুক্তাকে উদ্ধার করতে সক্ষম হবেন বলে তার আশার কথা বঙ্গ-নিউজকে জানিয়েছেন। তিনি বলেন, ২০ মিনিট আগে আটকে পড়া মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। সে এখনো জীবিত আছে। তবে কোন ফ্লোরে আটকা পড়ে আছে সেটা বোঝা যাচ্ছেনা। তবে মুক্তাকে উদ্ধারে কাজ চলছে।
আহমেদ জীবন নামের এক উদ্ধার কর্মী এর আগে বঙ্গ-নঙ্গিউজকে জানিয়েছিলেন, মুক্তা নামের একটি মেয়ে আটকে আছে। তার সঙ্গে মুক্তার কথা হয়েছে। সেখানে আরো ৩ জন বেঁচে আছে বলে জানান মুক্তা। উল্লেখ্য, বুধবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামে বহুতল ভবনটি ধসে পড়ে। শুক্রবার দুপুর পর্যন্ত মর্মান্তিক এ ঘটনায় ২৯২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২হাজারেরও বেশি মানুষকে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৩ ৪৪৮ বার পঠিত