শুক্রবার, ৪ এপ্রিল ২০১৪

এবার বিমানের খোঁজে সমুদ্রের নিচে

Home Page » এক্সক্লুসিভ » এবার বিমানের খোঁজে সমুদ্রের নিচে
শুক্রবার, ৪ এপ্রিল ২০১৪



image_31439_0.jpgবঙ্গ-নিউজডটকমঃজল-স্থল তন্ন তন্ন করে খোঁজার পর এবার মালয়েশিয়ান এমএইচ-৩৭০ বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধানে সমুদ্রের তলদেশে অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে ১৪টি বিমান ও ৯টি জাহাজ এ তল্লাশি অভিযানে নেমেছে। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণে ভারত মহাসাগরের ২৪০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজও এই তল্লাশিতে অংশ নিচ্ছে।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে সরকার এখনও আশা ছাড়েনি। গতকাল বিমানটির তল্লাশি অভিযান পর্যবেক্ষণ করতে অস্ট্রেলিয়া যান তিনি।
গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে হারিয়ে যাওয়া বিমানটিকে সম্ভাব্য নানা স্থানে খুঁজেও কোনো সন্ধান মেলেনি। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিভিন্ন সময় বিমানটির ধ্বংসাবশেষ দেখার দাবি করলেও তার সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:১২:৪৫   ৪১৬ বার পঠিত