সোনার বারসহ চারজন পুলিশ সদস্য আটক

Home Page » আজকের সকল পত্রিকা » সোনার বারসহ চারজন পুলিশ সদস্য আটক
মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪



image_67991gold-bars.jpgবঙ্গ-নিউজ ডটকমঃরাজধানির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪৯টি সোনার বারসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং বাকি একজন পুলিশের সোর্স। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ আজ মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার গভীর রাতে রাজধানীতে এ অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, সোমবার সকালে রামপুরা থানার এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী এবং কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও পুলিশের সোর্স রনিকে জিজ্ঞাসাবাদের পর পরই ঘটনার নাটকীয় মোড় নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন, গাড়িতে থাকা ১৬৫ পিস সোনার বার তারা নিজেরাই আত্মসাৎ করেছিলেন। পরে সেই সোনার বার উদ্ধারে শুরু হয় অভিযান। রাতভর অভিযানে ১৬৫ পিস সোনার বারের মধ্যে ১৪৯ পিস উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইকবাল হোসাইন বলেন, উদ্ধার করা সোনার বারের সংখ্যা বেশি হতে পারে। সংবাদ সম্মেলনেই এর বিস্তারিত জানানো হবে। ডিবি পুলিশ রামপুরা থানার থানার এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী এবং কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও পুলিশের সোর্স রনিকে আটক দেখিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ রামপুরা ব্যাংক কলোনি বালুর মাঠ এলাকায় থানার এসআই মঞ্জুরুল ইসলাম প্রাইভেট গাড়িকে দাঁড়াতে বলেন। এ সময় গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে ভেতরে থাকা আরো দুজনসহ পালিয়ে গেলে তিন গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ১৬ মার্চ রাতে গাড়িটি ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন দৌঁড়ে পালানো গাড়ির ড্রাইভার সমির বিশ্বাস ও আরোহী মাহিন। পুলিশ তাদের কাছ থেকেই জানতে পারে, গাড়ির মধ্যে সোনার বার আছে। পরে পুলিশের উপস্থিতিতে তারা ৭০ পিস সোনার বার ভর্তি কালোব্যাগ গাড়ির ভেতর থেকে বের করে দেন। এ সময় পুলিশ তাদের আটক করে।
অভিযোগ ওঠে, ওই গাড়িতে ২৩৫ পিস সোনার বার ছিল। যার মধ্যে ৭০ পিস উদ্ধার দেখিয়ে বাকিগুলো পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। এ অভিযোগে থানার ওসি কৃপা সিন্ধু বালা ও পরিদর্শক (তদন্ত) নাসিম আহমেদ এবং এসআই মঞ্জুরুলকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ২০ মার্চ রামপুরা থানা থেকে উদ্ধার করা ৭০ পিস সোনার বার মহানগর গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়। সোনার ২৫ মার্চ বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। পরে ঘটনার তদন্তে বাকি ১৬৫ পিস সোনার বার এসআই মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪:১৩:১৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ