মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪

হেরাথ ম্যাজিকে সেমিতে লঙ্কানরা

Home Page » ক্রিকেট » হেরাথ ম্যাজিকে সেমিতে লঙ্কানরা
মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪



ssss.jpg বঙ্গ-নিউজ : টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো শ্রীলঙ্কা। সোমবার নিউজিল্যান্ডকে ৫৯ রানের বড় ব্যবধানে হারালো লঙ্কারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সুপার টেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ১৯.২ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ১২০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।এর আগে ১২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ২৩ রান জমা হতেই চার উইকেটের পতন। শেষ পর্যন্ত একই গতিতে চলতে থাকাতে নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দলের সর্বোচ্চ ৪২ রান করেন কেন উইলিয়ামসন। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

শ্রীলঙ্কার পক্ষে ৫টি উইকেট শিকার করেন রঙ্গনা হেরাথ। এছাড়া দুটি উইকেট নেন সেনানায়ক।

টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। স্কোর বোর্ডে ৬৫ রান জমা হতেই ৪ উইকেটের পতন লঙ্কানদের। শেষ পর্যন্ত বড় কোনো পার্টনারশিপ তৈরি করতে ব্যর্থ হয়ে ১১৯ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে মাহেলা জয়াবর্ধনে ২৫, লাহিরু থিরিমান্নে ২০ ও সেনানায়ক ১৭ রান করেন।

নিউজিল্যান্ডে পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ড ও জিমি নিজাম।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪১   ৩৫৫ বার পঠিত