রবিবার, ৩০ মার্চ ২০১৪

আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী টাঙ্গাইল উপনির্বাচনে

Home Page » আজকের সকল পত্রিকা » আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী টাঙ্গাইল উপনির্বাচনে
রবিবার, ৩০ মার্চ ২০১৪



image_30487_0.jpgডেস্করিপোর্টঃটাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজানের পুত্র অনুপম শাহজাহান জয় ১১৭টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৪ হাজার ৫৫২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯৬০ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪৭৯ ভোট। এছাড়া জেপি (মঞ্জু) প্রার্থী সাদেক সিদ্দিকী বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীকে পেয়েছেন ৮৭৪ ভোট। এর আগে শনিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত সখীপুর ফলাফল ঘোষণা কক্ষের সামনে ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৬ কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের তালিকা সাটানো হয়। এখানে গোলযোগের কারণে সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত দেখানো হয়। এ সময় আ.লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় ২ হাজার ২৩৬ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু স্থগিত ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৭০১ জন। যে কারণে ফলাফল ঘোষণায় অনিশ্চয়তা দেখা দেয়। পরে রাত ১০টার দিকে স্থগিত ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল সাটানো হয়। এতে নৌকা প্রতীকে অনুপম শাহজাহান জয় পান ২৩৯৫ ভোট এবং আবদুল মালেক মিঞা হরিণ প্রতীকে পায় ৭৯ ভোট। ভোট গ্রহণ ছিল অনেকটাই নিরুত্তাপ। দুই-একটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন সহিংসতার চিত্র দেখা যায়নি। তবে বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা ক্ষমতাশীলদের বিরুদ্ধে ৩৮ টি কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৮:০১   ৫১৩ বার পঠিত