শনিবার, ২৯ মার্চ ২০১৪
লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো নিউ জিল্যান্ড
Home Page » ক্রিকেট » লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো নিউ জিল্যান্ডবঙ্গ-নিউজ ;ফাইনালে ওঠার লড়াইটা এক নম্বর গ্রুপে বেশ জমে উঠেছে। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেই লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো নিউ জিল্যান্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার নেদারল্যান্ডসের ৪ উইকেটে করা ১৫১ রান এক ওভার বাকি থাকতেই টপকে যায় কিউইরা।
ইনিংসের শুরুর দিকে অঘটনের সম্ভাবনা জাগানো ডাচদের বিপক্ষে নিউ জিল্যান্ডের জয়ের নায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৪টি চার ও ৩টি ছয়ে ৪৫ বলে ৬৫ বলের অসাধারণ এক ইনিংস খেলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।
এই ইনিংস খেলার পথে ব্যক্তিগত একটি মাইলফলকও অতিক্রম করেন ম্যাককালাম। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান করেন তিনি। এই ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাককালামের রান এখন ৬৭ ম্যাচে ২০৪৪।
এক ওভার বাকি থাকতেই নিউ জিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যাট হাতে ম্যাককালাম ছাড়াও ভূমিকা রেখেছেন কেন উইলিয়ামসন, অ্যান্ডারসন ও রস টেইলর।
উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়ামসন ২২ বলে ২৯, অ্যান্ডারসন ১৪ বলে অপরাজিত ২০ এবং টেইলর ১১ বলে ১৮ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পিটার বোরেন ও টম কুপারের দুটি ভালো ইনিংসের কল্যাণে ৪ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
৮১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৩৫ বলে ৬০ রানের জুটি গড়েন এ দুজন। ৭ চার ও ১ ছয়ে ৩৫ বলে ৪৯ রান করেছেন বোরেন। আর ২৩ বলে অপরাজিত ৪০ রান করা কুপারের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৫১/৪ (মাইবার্গ ১৬, সোয়ার্ট ২৬, বারেসি ৪, বোরেন ৪৯, টম কুপার ৪০*, বেন কুপার ১*; মিলস ১/২০, নাথান ম্যাককালাম ১/২০, বোল্ট ১/২৫, ম্যাকক্লেনাগান ১/২৫)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫২/২ (গাপটিল ৯, উইলিয়ামসন ২৯, ম্যাককালাম ৬৫, টেইলর ১৮, অ্যান্ডারসন ২০*, নিশাম ৭*; গুটেন ৩/৩০, ফন বিক ১/১৪)
ম্যাচ সেরা: ব্রেন্ডন ম্যাককালাম
বাংলাদেশ সময়: ২১:৪৯:৪০ ৫৪০ বার পঠিত